Khoborerchokh logo

দ্রুত সময়ের মধ্যে স্কুল খোলার নির্দেশ,প্রধানমন্ত্রীর 86 0

Khoborerchokh logo

দ্রুত সময়ের মধ্যে স্কুল খোলার নির্দেশ,প্রধানমন্ত্রীর

খবরের সময় ডেস্ক:
বর্তমান সময়ে করোনার প্রভাব কিছুটা নিয়ন্ত্রনে থাকায়,বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে স্কুল খুলে দেয়ার নির্দেশনা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।গত বুধবার (১৮ আগস্ট) ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত সচিব সভায় এ নির্দেশনা দেন তিনি। সভায় উপস্থিত এক সচিব সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
সভায় সংশ্লিষ্ট সচিব বলেন,আমরা বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার ব্যবস্থা করছি। এ সময় প্রধানমন্ত্রী বলেন,শুধু বিশ্ববিদ্যালয় নয়,দ্রুত স্কুলগুলোও খুলে দেওয়ার ব্যবস্থা করেন। কারণ,বাচ্চারা ঘরে থাকতে থাকতে অসুস্থ হয়ে যাচ্ছে। বাচ্চারা মানসিকভাবেও অসুস্থ হয়ে যাচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সব ধরনের পদক্ষেপ নিতে হবে। সবার জন্য টিকা নিশ্চিত করতে হবে। জরুরি ভিত্তিতে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে।
সচিব সভায় স্বল্পোন্নত দেশের (এলডিসি) চ্যালেঞ্জ, ডেল্টা প্ল্যান,সবার জন্য টিকা নিশ্চিতকরণ,খাদ্য নিশ্চিতে গবেষণা,কৃষি ও খাদ্য মন্ত্রণালয়ে সমন্বয় নিয়ে আলোচনা হয়। কৃষি যান্ত্রিকীকরণ নিয়েও সভায় আলোচনা হয়। প্রেক্ষিত পরিকল্পনা (২০২১-২০৪১) বাস্তবায়নে সচিবদের আরও আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা পরিস্থিতি ও প্রণোদনা দেওয়ার বিষয়েও সচিব সভায় বিস্তারিত আলোচনা হয়েছে।
সচিবদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন,সরকারি কর্মকর্তাদের বেতন বাড়ানো হয়েছে,গাড়ি সুবিধা দেওয়া হয়েছে,আবাসনসহ অন্যান্য সুযোগ সুবিধা আগের তুলনায় অনেকগুন বেড়েছে। এখন দেশের জন্য আপনাদের দেওয়ার পালা। দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স নীতি মেনে চলতে হবে । কারো বিরুদ্ধে ঘুষ,দুর্নীতির অভিযোগ পেলে যথাযথ প্রমান সাপেক্ষে সর্বোচ শাস্তির ব্যবস্থা করা হবে । কেউ যদি সরকারী উন্নয়নকে বাধাগ্রস্ত করে সে ক্ষেত্রেও আইনানুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে ।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com